জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেলা বেঝুয়াশাভিলি ৮ আগস্ট তিবিলিসে বলেছেন , ৬ আগস্ট রাতে জর্জিয়ার ওপর একটি অজ্ঞাত জঙ্গী বিমান থেকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে , তার সত্যতা যাচাই করার লক্ষে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ তদন্ত গ্রুপ গঠনের জন্য জর্জিয়া চেষ্টা করছে । এ দিন রাশিয়া এই মত প্রকাশ করেছে যে , রাশিয়া এই ঘটনার তদন্ত কাজে অংশ নেবে ।
তিনি বলেছেন , আন্তর্জাতিক বিশেষজ্ঞ গ্রুপ জর্জিয়ার সংগৃহীত সকল তথ্য ও যুক্তি পর্যালোচনা করবে । ইইউ এবং তার সকল সদস্য দেশ এই গ্রুপের কাজে অংশ নেবে বলে জর্জিয়া মনে করছে । তিনি বলেছেন , জর্জিয়া আশা করে যে , এই ঘটনা এবং তার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় সমস্যার ব্যাপারে রাশিয়ার সঙ্গে জর্জিয়া যতোতাড়াতাড়ি সম্ভব বৈঠক করবে । (থান ইয়াও খাং)
|