এ বছরের জুন মাসের শেষ নাগাদ চীনে ২ লাখ গ্রামীণ দোকানের পরিসেবার মান উন্নত করা হয়েছে ।
৯ আগস্ট চীনের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , এই সব গ্রামীণ দোকানে ৮ লাখ কৃষকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে । ফলে ভোগ্য-পণ্য কেনার ক্ষেত্রে গ্রামবাসীদের ব্যয় ৭৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায়েছে । বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , গ্রামীণ দোকানের সংস্কার এবং পণ্য সরবরাহ ও পরিসেবার মান উন্নত করার জন্য চীন অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে ।
২০০৫ সালে চীনে গ্রামীণ দোকানের সংস্কার ও তার পরিসেবার মান উন্নত করার একটি কার্যক্রম শুরু হয় । এই কার্যক্রম অনুযায়ী , এ বছরের শেষ নাগাদ চীনে আড়াই লাখ গ্রামীণ দোকানের সংস্কার ও পরিসেবার মান উন্নত করার কাজ সম্পন্ন হবে । যাতে গ্রামবাসীদের কেনাকাটার চাহিদা আরো সুষ্ঠুভাবে মোটানো যায় । (থান ইয়াও খাং)
|