চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুই ৯ আগস্ট পেইচিংয়ে বলেছেন , রাশিয়ায় চলমান শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সন্ত্রাস দমন সংক্রান্ত যৌথ মহড়া কোন দেশ ও সংস্থার বিরুদ্ধে চালানো হচ্ছে না ।
তিনি বলেছেন , শাংহাই সহযোগিতা সংস্থার উদ্যোগে এই সংস্থার সদস্য দেশগুলো প্রথম-বারের মতো সন্ত্রাস দমন বিষয়ক যৌথ মহড়ায় অংশ নিচ্ছে । বিভিন্ন সদস্য দেশ এই সামরিক মহড়ার ওপর ব্যাপক মনোযোগ দিচ্ছে । এই ক্ষেত্রে ছ'টি দেশের বাহিনী সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে ।
তিনি বলেছেন , বিভিন্ন দেশ আশা করে যে , এবারের সামরিক মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতাকে আরো গভীরে নিয়ে যাওয়া হবে এবং সন্ত্রাস দমন আর নতুন হুমকী ও চ্যালেঞ্জ মোকাবেলা করার ব্যাপারে বিভিন্ন সদস্য দেশের বাহিনীর ক্ষমতা বাড়ানো হবে । (থান ইয়াও খাং)
|