চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লি হুয়ে ৯ আগস্ট পেইচিংয়ে বলেছেন, কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শাংহাই সহযোগিতা সংস্থা উন্নয়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ।
লি হুয়ে বলেছেন, বিশকেক শীর্ষ সম্মেলন হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার পর সপ্তম শীর্ষ সম্মেলন। ছয়টি সদস্য দেশের নেতৃবৃন্দ ছাড়াও চারটি পর্যবেক্ষক দেশের মধ্যে মঙ্গোলিয়া ও ইরানের প্রেসিডেন্ট, পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে যোগ দেবেন। এছাড়া, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের উপমহাসচিবও সম্মেলনে অংশ নেবেন।
লি হুয়ে বলেছেন, ছ'সদস্য দেশের নেতৃবৃন্দ " শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" যৌথভাবে স্বাক্ষর করবেন। এর পাশাপাশি সম্মেলনের ফলাফল নিয়ে যৌথ বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে।(পান্না)
|