v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-09 19:34:16    
মিশর ও ফিলিস্তিনের নেতৃবৃন্দ ফিলিস্তিনের অন্তর্গত দ্বন্দ্ব সমাধানের উপায় খুঁজছেন

cri
    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মহামুদ আব্বাস ৮ আগষ্ট মিশর সফর শেষ করে রামাল্লা ফিরে এসেছেন। এদিন তিনি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারাকের সঙ্গে আলেকজান্দ্রিয়ায় কিভাবে ফিলিস্তিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান এবং মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়ার সুষ্ঠু উন্নয়নের জন্য দু'বার বৈঠক করেছেন।

    সাম্প্রতিক বৈঠকে আব্বাস ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল এবং এর আগে রাশিয়ায় তার সফরে অর্জিত সাফল্যের দিকটি এবারের বৈঠকে মোবারাককে জানিয়েছেন। ফিলিস্তিন সমস্যা এবং মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মিশর সরকার অনেক সাহায্য দিয়েছে বলে আব্বাস এর প্রশংসা করেছেন।

    দু'পক্ষ গুরুত্ব সহকারে ফাতাহ ও হামাসের বৈরী সম্পর্ক নিয়ে আলোচনা করেছে।এ সমস্যা হলো বর্তমানে ফিলিস্তিনের সমস্যাগুলোর মধ্যে সর্বোচ্চ অভ্যন্তরীণ দ্বন্দ্ব ।বৈঠকের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আব্বাস ফাতাহ ও হামাসের মধ্যে পুনরায় সংলাপ চালানোর জন্য নির্দিষ্ট উদ্যোগ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, হামাসের সঙ্গে সংলাপ পুনরায় শুরুর আগে হামাসের উচিত গাজা অঞ্চলের পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলা । ফিলিস্তিনের ফাতাহ'র নিরাপত্তা দফতরের ক্ষমতা জোরদার করার নিরলস প্রচেষ্টা চলছে। যাতে ফিলিস্তিনের জমির নিরাপত্তা নিয়ন্ত্রণ করা যায়।

    জুন মাসের মাঝামাঝি সময় গাজা অঞ্চলে ফাতাহ ও হামাসের মধ্যে তীব্র লড়াই হয়। হামাস গাজা অঞ্চল দখল করার পর, আব্বাস হামাসের নেতা ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করেন। ফাতাহ হামাসকে তার নিয়ন্ত্রিত গাজা অঞ্চলের অধিকার বৈধভাবে নিযুক্ত ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। তবে হানিয়া সম্প্রতি বলেছেন, ফিলিস্তিনে নিজেদের জাতীয় পুনর্মিলন বাস্তবায়িত হলে , তিনি প্রধামন্ত্রীর দায়িত্ব ত্যাগ করবেন । একই সঙ্গে তিনি ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সম্প্রদায়কে বিনাশর্তে ঐক্যবদ্ধ প্রক্রিয়া পুনরায় শুরু করার অনুরোধ জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট একজন বিশ্লেষক বলেছেন, ফাতাহ ও হামাসের রাজনৈতিক সংলাপ বিনাশর্তে পুনরায় শুরু হওয়ায় অসম্ভব।

    ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট বুশের এ বছরের শরত্কালে অনুষ্ঠিতব্য মধ্য প্রাচ্যের সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক শান্তিপূর্ণ সম্মেলনের আহ্বান সম্পর্কে আব্বাস জোর দিয়ে বলেছেন, এ সম্মেলন আয়োজনের আগে, ফিলিস্তিন ও ইসরাইলের পৌঁছানো নির্দিষ্ট নীতিগত অভিমত ছাড়া, দু'পক্ষের উচিত সংশ্লিষ্ট কাঠামোগত চুক্তি কার্যকরভাবে প্রণয়নের জন্য নির্দিষ্ট পদক্ষেপের ব্যাপারে মতৈক্যে পৌঁছানো।

    তিনি আরো বলেছেন, বুশ উপস্থাপিত এ আরব শান্তিপূর্ণ প্রস্তাবের লক্ষ্য হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপন করা। ১৯৬৭ সালে ইসরাইলের অধিকৃত ফিলিস্তিনের জমি ফিরিয়ে দেয়া এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৪ নম্বর প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনের শরণার্থী সংক্রান্ত সমস্যা ন্যায্যভাবে সমাধান করা। আব্বাস বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইল বুশের এ শান্তিপূর্ণ প্রস্তাব এবং ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সংশ্লিষ্ট কিছু প্রতিশ্রুতির বিষয় নিয়ে আলোচনা করবে।

    ৬ আগষ্ট আব্বাস ওলমার্টের সঙ্গে জর্দান নদীর পশ্চিম তীরের জেরিকো শহরে বৈঠক করেছেন। দু'পক্ষ ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শরণার্থীসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে মত বিনিময় করেছে। বৈঠকের পর আব্বাস বলেছেন, ফিলিস্তিনীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধান হবে বলে অনুমান করা হচ্ছে।