৯ আগস্ট চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুই পেইচিংয়ে বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'র আসন্ন কিরগিজস্তানসহ বিভিন্ন দেশ সফরের আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।
জানা গেছে, ১৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কিরগিজস্তান সফর করে বিশকেকে অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর পরিষদের সপ্তম সম্মেলন আর রাশিয়ায় অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর যৌথ সন্ত্রাসদমন সামরিক মহড়ায় অংশগ্রহণ করবেন এবং কাজাখস্তান সফর করবেন ।
৯ আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, এবারের সফর হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম । এ সফর শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার জন্য সহায়ক ।এ সংস্থার দীর্ঘকালীণ স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করবে, চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতা, চীন-কিরগিজস্তান বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও চীন-কাজাখস্তান কৌশলগত অংশীদারী সম্পর্ককে জোরদার করবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা এবং একটি সুষম অঞ্চল গঠনের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|