৯ আগস্ট পেইচিং পরিবেশ সংরক্ষণ ব্যুরোর উপ প্রধান তু শাং চোং বলেছেন, এ মাসের মাঝা মাঝি সময় গাড়ি চলাচলের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যবস্থা নেয়া হবে । যাতে গাড়ি চলাচলের পরিমাণ নিয়ন্ত্রণের পর বায়ুর গুণগত মান পরিবর্তনের জন্য সৃষ্ট পরিসংখ্যান সংগ্রহ করা যায় ।
তিনি বলেছেন, বর্তমানে পেইচিংয়ের বায়ুর দুষণ নিয়ন্ত্রণ অনেক উন্নত হয়েছে । কিন্তু বায়ু দুষণের নিয়ন্ত্রণ কাজ খুবই জটিল । বিশেষ করে সিদান গাড়ির সংখ্যা দ্রুতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে সিদান গাড়ির নিঃসৃত গ্যাস পেইচিংয়ের বায়ুর জন্য প্রধান দুষণ উতসে পরিণত হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|