এশিয় উন্নয়ন ব্যাংকের ৮ আগস্ট প্রকাশিত বার্ষিক পরিসংখ্যান সূত্রে জানা গেছে, এশিয়ার দারিদ্র্য হার হ্রাস পাচ্ছে। এশিয়া বিশ্বে সবচেয়ে প্রাণশক্তি সম্পন্ন স্থানে পরিণত হচ্ছে। তবে ধনীদের আয় বৃদ্ধির গতি সচল ছিল।
জানা গেছে, এশিয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এখন খুব দ্রুত। তবে ভারসাম্যহীণতার ক্ষেত্রও ধাপে ধাপে গুরুতর হচ্ছে। ইতোমধ্যেই চিকিত্সা ,শিক্ষা ও বাসস্থানের সমস্যার ভারসাম্যহীণতা খুব গুরুতর।(পান্না)
|