কেনিয়ায় সোমালিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ আলি নুর ৮ আগস্ট নাইরোবিতে বলেছেন, সোমালিয়ার জাতীয় সমঝোতা সম্মেলনে দেশের অভ্যন্তরীণ দলগুলো নিরস্ত্রীকরণে একমত হয়েছে।
এদিন আলি নুর এক সংবাদ সম্মেলনে বলেছেন, এর ফলাফল রাজধানী মোগাদিসু এমনকি সারা দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কল্যাণকর। এই ফলাফল হচ্ছে শান্তি উন্নয়নের প্রথম পদক্ষেপ। তিনি আরো বলেছেন, সম্মেলনে কিছু সংঘর্ষ নিরসনের প্রস্তাবে সবাই একমত হয়েছে। যেমন অন্তর্বর্তিকালীন সংবিধান অনুযায়ী, সারা দেশে সম্পদের ন্যায্য ও সুষম বন্টন বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, তিনি আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী বাহিনীকে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আহ্বান জানিয়েছেন।(পান্না)
|