৯ আগস্ট সকালে ব্যাংককে অনুষ্ঠিত ২৪তম বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসের নারীদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় চীনের খেলোয়াড় চিয়াং চিউ ইয়েন স্বর্ণ পদক অর্জন করেছেন। এটা হচ্ছে এবারের গেমসের প্রথম স্বর্ণ পদক। ইতালির খেলোয়াড় মোগেলি লিডিয়া ও বুলগেরিয়ার খেলোয়াড় ইউচানকা স্নিয়াজানা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
এবারের বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমস হচ্ছে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের আগে সর্বশেষ আন্তর্জাতিক সার্বিক গেমস। ৮ থেকে ১৮ আগস্ট পর্যন্ত এ গেমস চলতে থাকবে। মোট ১৫৬টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ হাজার ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাঁরা ১৫টি ইভেন্টের ২৩৬টি স্বর্ণ পদক নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। চীনের প্রতিনিধি দল ২৮৬ জন খেলোয়াড় নিয়ে গঠিত। তাঁরা দৌঁড়-ঝাপ-নিক্ষেপ, বাস্কেটবল ও ভলিভলসহ ১৩টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|