৮ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৯ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত পাক-আফগান উপজাতি সর্দারগণের যৌথ সম্মেলনে অংশ নেবেন না ।
বিবৃতিতে বলা হয়েছে, মুশাররফ টেলিফোনেআফগান প্রেসিডেন্ট হামদি কার্জাইকে জানিয়েছেন যে, তার কর্মব্যস্ততার কারণে তার পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের নেতৃত্বাধীন কয়েকজন মন্ত্রী ও উপজাতি সর্দারদের প্রতিনিধি দল কাবুলে সম্মেলনে অংশ নেবেন এবং কার্জাই'র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন ।
বিবৃতিতে বলা হয়েছে, মুশাররফ এবং কার্জাই উপজাতির সর্দারগণের সম্মেলনের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন । মুশাররফ পাকিস্তানের উদ্যোগে সম্মেলনের সাফল্য অর্জন করবে বলে তার অভিমত ব্যক্ত করেছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|