v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-09 16:47:15    
ইরাকের প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তা কমিটির অধিবেশন সিরিয়ায় শুরু

cri
    ইরাকের প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা ও সমন্বয় কমিটির অধিবেশন ৮ আগস্ট সিরিয়ার রাজধানী দামাস্কাসে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রধানতঃ ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরাক ও তার প্রতিবেশী দেশগুলোর সীমান্ত এলাকার নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

    সিরিয়া, ইরান, তুরস্ক, মিশর, কুয়েত, জর্ডান ও ইরাকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবারের অধিবেশনে উপস্থিত ছিলেন। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম আব্দেল মজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, সিরিয়া ইরাকের সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য জোরালো ব্যবস্থা নিয়েছে এবং বেআইনী ব্যক্তি ও নিষিদ্ধ পণ্য ইরাকে প্রবেশের বাধা দেয়ার জন্য স্থায়ী ও অস্থায়ী পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। তিনি উল্লেখ করেছেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে দু'দেশের অভিন্ন দায়িত্ব।

    ইরাক প্রতিনিধি দলের নেতা, উপ-পররাষ্ট্রমন্ত্রী লাবীদ আবাভি প্রথম রুদ্ধদ্বার অধিবেশনের পর বলেছেন, তিনি আশা করেন, অধিবেশনে ইরাকের বর্তমান নিরাপত্তার কঠিন অবস্থা দূর করার লক্ষ্যে কোন সহায়ক ও ফলপ্রসূ প্রস্তাব স্বাক্ষরিত হবে।

একই দিন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট পারভেজ দাভৌদি তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তিনি বলেছেন, ইরান ইরাকের পুনর্বাসন ও স্থিতিশীলতা পুনরুদ্ধার জন্য সাহায্য করতে ইচ্ছুক। ইরান সর্বদাই ইরাকের নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করে আসছে। কারণ ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরান ও গোটা অঞ্চলের জন্য কল্যাণকর হবে।(ইয়ু কুয়াং ইউয়ে)