v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-23 17:39:48    
কুইচৌ প্রদেশ

cri

    কুইচৌ প্রদেশ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত। এর আয়তন ১.৭ লাখ বর্গকিলোমিটার। রাজধানী কুইইয়াং । কুইইয়াং ইউয়ুন্নান ও কুইচৌ মালভূমির পূর্বাঞ্চলে অবস্থিত। কুইইয়াং হলো প্রদেশটির রাজনৈতিক ,অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র । প্রাচীনকালে কুইইয়াং-এ অনেক বাঁশ উত্পাদিত হতো বলে তাকে 'চু' শহর বলে ডাকা হয় । চু হল বাঁশ দিয়ে তৈরী এক ধরনের সংগীত যন্ত্র । এর ভূগৌলিক অবস্থান পাহাড়ের মধ্যে থাকার কারণে তাকে পাহাড় প্রদেশের রাজধানীও বলা হয় ।

     হান জাতি ছাড়া অনেক সংখ্যালঘু জাতি কুইইয়াং শহরে বসবাস করে । এখানে মিয়াও, বুই, তোং এবং হুইসহ ৩০টিরও বেশি সংখ্যালঘু জাতি রয়েছে । প্রাচীনকাল থেকেই নানা ধরনের সংখ্যালঘু জাতির সংস্কৃতি ও রীতিনীতি এখানে চালু রয়েছে । এখানকার ভৌগলিক আকার বৈচিত্রময়, মাটির নীচে অনেক গুহা রয়েছে । গুহা, পাহাড়, নদী ,বন ও মন্দির একসাথে মিলে মালভূমির একটি বৈশিষ্ট্যসম্পন্ন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়েছে ।

     কুইচৌ প্রদেশের আবহাওয়া শীতকালে খুব ঠাণ্ডা নয় এবং গ্রীষ্মকালে তেমন একটা গরমও নয় , তবে বৃষ্টি বেশি । সারা বছর গড়পড়তা তাপমাত্রা ১০ থেকে ২০ ডিগ্রী সেন্টিগ্রেডের মধ্যে থাকে । সারা বছর গড়পড়তা বৃষ্টির পরিমাণ ৯০০ থেকে ১৫০০ মিলিমিটার । কুইচৌ প্রদেশের দক্ষিণপশ্চিম ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি, উত্তরপশ্চিমাঞ্চলে বৃষ্টি কম হয় । সারা বছর বৃষ্টির সময় ১৬০ দিনেরও বেশি । গ্রীষ্মকালে বৃষ্টির পরিমাণ সারা বছরের অর্ধেকেরও বেশি ।

    কুইচৌ প্রদেশের কৃষি জমির আয়তন ৪৬.৬ লাখ একরেরও বেশি । ধান ও ভূট্টাসহ বিভিন্ন খাদ্যশস্যের চাষাবাদের জমির আয়তন মোট আয়তনের ৪ ভাগের ৩ ভাগ । ধান উত্পাদনের পরিমাণ প্রদেশের খাদ্যশস্য পরিমাণের ৩ ভাগের ২ ভাগের মত । তাছাড়া, কৃষকরা শাক -সবজি, তামাক পাতা ও আখসহ বিভিন্ন অর্থনৈতিক উদ্ভিদও চাষ করেন । কুইচৌ প্রদেশ হচ্ছে চীনের চারটি তামাক পাতা ও রেশমপোকা উত্পাদন অঞ্চলের অন্যতম । প্রচুর বন সম্পদ থাকার কারণে কুইচৌ চীনের অন্যতম কাঠ উত্পাদন অঞ্চলে পরিণত হয়েছে । বিশেষ করে চিনপিং অঞ্চলের বৃক্ষের কাঠ অনেক জনপ্রিয় । এ অঞ্চলের খনিজ সম্পদও প্রচুর। পারদ ও কোয়ার্টসের মজুদ চীনে সবচেয়ে বেশি । প্রদেশটির ৮৬ ভাগ জেলায় খনিজ সম্পদ রয়েছে ।