চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ আগস্ট উত্তর কোরিয়াকে চীনের জ্বালানি সম্পদ সাহায্যদান সম্পর্কে সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেছেন, কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছয় পক্ষীয় বৈঠকের সভাপতি দেশ হিসেবে চীন ১৯ সেপ্টেম্বরের যৌথ বিবৃতি ও ১৩ ফেব্রুয়ারীর যৌথ দলিলে লিপিবদ্ধ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে।
খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে প্রথম দফায় ৫০ হাজার টন ভারী তেল দেয়ার পর চীন আগস্ট মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়াকে আরো ৫০ হাজার টন ভারী তেল দেবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছয় পক্ষীয় বৈঠকের সভাপতি দেশ হিসেবে চীন বিভিন্ন পক্ষের সঙ্গে অব্যাহতভাবে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে, বর্তমানের সুষ্ঠু প্রবণতা রক্ষা করবে, মিলিতভাবে পরবর্তী পর্যায়ের কাজ ভাল করবে। যাতে সার্বিকভাবে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন এবং বৈঠকের প্রক্রিয়ার নতুন সফলতা অর্জন ত্বরান্বিত করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|