সম্প্রতি কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুর্মানবেক বাকিয়েভ রাজধানী বিশকেকে চীনা সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন কিরগিজস্তান সফর দু'দেশের সম্পর্ককে উন্নত করবে ।
তিনি বলেছেন, কিরগিজস্তান প্রেসিডেন্ট হু চিন থাও'র সফরের ওপর গুরুত্ব দিয়েছে এবং যথেষ্ট প্রস্তুতি নিয়েছে । তিনি বলেছেন, এবারের সফর দু'দেশের মৈত্রীর জন্য নতুন শক্তি নিয়ে আসবে ,দু'দেশের সম্পর্ককে আরো উন্নত করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতাও আরো কার্যকর হবে ।
তিনি বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫ বছরে দু'দেশের সম্পর্ক উন্নত পর্যায়ে দাঁড়িয়েছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য অব্যাহতভাবে বাড়ছে । দু'দেশের মধ্যে কোনো রাজনৈতিক সমস্যা নেই । সন্ত্রাসবাদী,উগ্রবাদী, বিছিন্নতাবাদী , মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের ওপর আঘাত হানায় মতৈক্য হয়েছে এবং আন্তর্জাতিক ব্যাপারে পারস্পরিকভাবে সমর্থন করছে ।
(ছাও ইয়ান হুয়া)
|