ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ও ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি ৬ আগস্ট বাগদাদে আবার বৈঠক করেছেন। এটা হচ্ছে গত দু'মাসে ইরাকে যুক্তরাষ্ট্র ও ইরানের রাষ্ট্রদূতদের মধ্যে তৃতীয় বৈঠক।
ইরাকে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, এ দিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইরাকের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকের পর ক্রোকার ও কুমি ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা মোওয়াফাক আল-রুবায়ের অফিসে বৈঠক করেছেন। দু'পক্ষ ত্রিপক্ষীয় বৈঠক পর্যালোচনা করেছে। কিন্তু এই মুখপাত্র দু'জন রাষ্ট্রদূতের বৈঠকের বিস্তারিত তথ্য জানান নি।
এর আগে, যুক্তরাষ্ট্র, ইরান ও ইরাক ত্রিপক্ষীয় নিরাপত্তা কমিটির প্রতিষ্ঠা এবং এর কাঠামো ও কার্যক্রম নিয়ে প্রথমবারের মতো ত্রিপক্ষিয় বৈঠক করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|