চীনের জাতীয় দুর্যোগ হ্রাস কমিটি ৭ আগস্ট পেইচিংয়ে এক অধিবেশনের আয়োজন করে। অধিবেশনে চীনের উপ-প্রধানমন্ত্রী, জাতীয় দুর্যোগ হ্রাস কমিটির পরিচালক হুই লিয়াং ইয়ু বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে করার আদেশ দিয়েছেন।
হুই লিয়াং ইয়ু বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে দুর্যোগের ত্রাণ কাজ জোরদার করা, যুক্তিযুক্তভাবে দুর্গত জনসাধারণের মৌলিক জীবনযাপন বন্দোবস্ত করা, দুর্যোগের তত্ত্বাবধান ও পূর্ব-সতর্কতা জোরদার করা, দুর্যোগের পূর্ব-সতর্কতামূলক তথ্য প্রকাশের আওতা ও ফলপ্রসূতা উন্নত করা, বন্যা ও তুফান প্রতিরোধ কাজ জোরদার করা, শহরগুলোর ঝড়বৃষ্টি ও বন্যাসহ নানা চরম আবহাওয়া মোকাবেলার সামর্থ্য উন্নত করা, দুর্গত জনসাধারণের উত্পাদন ও নিজেকে উদ্ধার করার সাহায্য বাড়ানো, বুনিয়াদী ব্যবস্থাগুলোর মেরামত কাজ দ্রুততর করা, দুর্যোগ কবলিত ঘরবাড়িগুলোর পুনর্বাসন দ্রুততর করার আদেশ দিয়েছেন।
এ বছর চীনের দুর্যোগ অবস্থা আগের অনুরূপ সময়ের তুলনায় স্পষ্টভাবে গুরুতর হয়। বিশেষ করে বন্যা গুরুতর হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, পরবর্তীকালে চীনের দুর্যোগ পরিস্থিতি আশাবাদী নয়।(ইয়ু কুয়াং ইউয়ে)
|