ছাও ছিং ইয়াও
চীনের জাতীয় বন ব্যুরোর মুখপাত্র ছাও ছিং ইয়াও ৭ আগস্ট পেইচিংয়ে বলেছেন, চীনের কাঠ আত্মনির্ভরশীলতার হার অধিক থেকে অধিকতর হয়েছে। চীন নিজেই কাঠ সরবরাহ ও চাহিদা সমস্যা সমাধানে সমর্থ।
ছাও ছিং ইয়াও বলেছেন, চীন সরকার বৃক্ষরোপণ ও প্রাকৃতিক বনের সুরক্ষার ওপর গুরুত্ব দেয়। চীনে কৃত্রিম বনের আয়তন ৫ কোটি ৩০ লাখ হেক্টর ছাঁড়িয়েছে, তা বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। প্রাকৃতিক বনের সংরক্ষণ ক্ষেত্রে চীন সরকার ১৯৯৮ সাল থেকে প্রাকৃতিক বন সংরক্ষণ প্রকল্প চালু করেছে। এতে ১১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ব্যয় করে প্রায় ১০ কোটি হেক্টর প্রাকৃতিক বন সংরক্ষিত রয়েছে এবং স্পষ্ট সাফল্য অর্জিত হয়েছে।
ছাও ছিং ইয়াও উল্লেখ করেছেন, ২০০৫ সালে চীনের কাঠ আমদানি ও রপ্তানি প্রথম বার বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত বাস্তবায়িত হয়েছে। গত বছর এ ক্ষেত্রের বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্তের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। (ইয়ু কুয়াং ইউয়ে)
|