চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৮ আগস্ট পিপলস ডেইলি একটি সম্পাদকীয় প্রকাশ করবে ।
সম্পাদকীয়তে থাকবে , অন্তঃর্মঙ্গোলিয়ায় সংখ্যালঘু জাতির স্বশাসন চালু করা হল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অন্তঃর্মঙ্গোলিয়ার বিভিন্ন জাতির জনগণের ঐতিহাসিক বাছাই । সংখ্যালঘু জাতির স্বশাসন এমন এক ধরনের ব্যবস্থা , যার মাধ্যমে অন্তঃর্মঙ্গোলিয়ার বিভিন্ন জাতির জনগণ প্রকৃতভাবেই মালিকে পরিণত হয়েছে । গত ৬০ বছরে অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাস্তব অনুশীলনে প্রমাণিত হয়েছে যে , এই ব্যবস্থাই পুরোপুরিভাবে অন্তঃর্মঙ্গোলিয়াসহ চীনের বাস্তবতা এবং বিভিন্ন জাতির মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । আর্থ-সামাজিক বিকাশ দ্রুততর করা অন্তঃর্মঙ্গোলিয়ার বিভিন্ন জাতির জনগণের স্বার্থ বাস্তবায়িত করা , জাতীয় সংহতি সুসংবদ্ধ করা এবং সমাজের স্থিতিশীলতা বজায় রাখার পরিচালিকা শক্তি । (থান ইয়াও খাং)
|