পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি ৭ আগস্ট পেইচিংয়ে বলেছেন , পেইচিং অলিম্পিক গেমসে টিকেটের ক্ষেত্রে বিশাল চাহিদা রয়েছে । গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ প্রধান প্রধান ক্রীড়া বিভাগের প্রতিযোগিতা দেখার জন্য দর্শকদের চাহিদা মেটানো হবে না । কিন্তু অন্যান্য প্রতিযোগিতার টিকেট বেশ কিছু বাকী থাকবে ।
জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমসের টিকেটের সংখ্যা ৭০ লাখে দাঁড়াবে । এর মধ্যে ৭৫ শতাংশ টিকেট চীনের জনসাধারণের জন্য বিক্রি করা হবে । এ পর্যন্ত প্রথম পর্যায়ের প্রতিযোগিতার টিকেট কেনার জন্য অর্ডার কাজ জুন মাসে শেষ হয়েছে । পরিসংখ্যান অনুযায়ী , টিকেট অর্ডার করার সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যাবে । কিন্তু এর মধ্যে বেশির ভাগ দর্শক উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং প্রধান প্রধান ক্রীড়া বিভাগের প্রতিযোগিতা দেখার জন্য টিকেটের অর্ডার দিয়েছেন । (থান ইয়াও খাং)
|