v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-07 18:01:41    
ইরান প্রশ্নে কার্জাই'র যুক্তরাষ্ট্র সফরের বৃহত্তম মতভেদে পরিণত হয়েছে

cri
    যুক্তরাষ্ট্র সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই ৬ আগস্ট ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন । সম্মেলনে দু'পক্ষ সন্ত্রাসদমন, মাদকদ্রব্যের বাণিজ্যের ওপর আঘাত হানা এবং আফগানিস্তানের নিরীহ লোকদের হতাহত কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে অব্যাহতভাবে সহযোগিতাকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে । কিন্তু আফগান প্রশ্নে ইরানের ভুমিকা নিয়ে দু'পক্ষের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে ।

    এদিন সম্মেলনে কার্জাই এবং বুশ তালিবানদের ও মাদকদ্রব্য বাণিজ্যের ওপর আঘাত হানাসহ বিভিন্ন ক্ষেত্রে মতৈক্য হয়েছেন । দু'পক্ষ মনে করে, যদিও বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি জটিল ,কিন্তু ২০০১ সালে তালিবান সরকার উত্খাতের পর আফগানিস্তানে অনেক অগ্রগতি অর্জন করেছে । মাদকদ্রব্যের নির্মূল করা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে আফগান সরকারকে সাহায্য করার চেষ্টা করছে । সম্প্রতি তালিবানদের তত্পরতা পুনরায় শুরু হওয়ার বিষয়টি কার্জাই স্বীকার করেছেন । কিন্তু তালিবানরা আফগান সরকারের জন্য হুমকিতে পরিণত হয় নি । তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, আফগান সরকার অব্যাহতভাবে মাদকদ্রব্য চাষের ওপর আঘাত হানবে । দু'পক্ষ সম্মিলিতভাবে বলেছে, দক্ষিণ কোরিয় বন্দীদের উদ্ধারে তালিবানদের সঙ্গে আপোস করা হবে না ।

    কিন্তু ইরানের বিষয় নিয়ে দু'পক্ষের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে । কার্জাই এবং বুশ বৈঠকের আগে সি.এন.এন'র সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, ইরান আফগানিস্তানের শান্তি বাস্তাবায়ন করা, সন্ত্রাসী তত্পরতার ওপর আঘাত হানা এবং মাদকদ্রব্য বাণিজ্যের সমর্থক । তিনি বলেছেন, এ পর্যন্ত ইরান আফগানিস্তানকে সাহায্য করছে । ইরান এবং আফগানিস্তানের সম্পর্কে খুবই ঘনিষ্ঠ । আফগানিস্তান অব্যাহতভাবে ইরানের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক উন্নত করবে । এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বুশ কার্জাই'র কথার তীব্র সমালোচনা করেছেন । তিনি বলেছেন, আফগানিস্তানে ইরানের ইতিবাচক ভুমিকা সম্পর্কে তিনি নেতিবাচক মতামত পোষণ করেন । তিনি মনে করেন, ইরান সরকারকে আফগানিস্তানে তার ইতিবাচক ভুমিকা পালন করার বিষয়টি প্রমাণ করা দরকার । কারণ ইরানীরা যে কোনো স্থানে একটি অস্থিতিশীল বিষয় । বুশ আরো বলেছেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইরানের বিরুদ্ধে বিছিন্ন নীতি চালু করবে । বুশের বক্তব্য নিয়ে কার্জাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি ।

    যদিও আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্র হল ঘনিষ্ঠ মিত্রদেশ । কিন্তু ২০০১ সালে তালিবান সরকার উত্খাত হওয়ার পর আফগানিস্তান ইরানের সঙ্গে সুষ্ঠু দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখছে । ইরান দু'দেশের সীমান্ত অঞ্চলে সড়ক মেরামত করা, সীমান্ত স্টেশন এবং বিদ্যুত্ চলাচল লাইন স্থাপন করার পাশাপাশি আফগানিস্তানকে দীর্ঘকালীন ত্রাণ দিয়েছে । দু'দেশের বাণিজ্য দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইরান আফগানিস্তানের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর খুবই গুরুত্ব দেয় ।

    কিন্তু ইতিহাসিক ও বাস্তব কারণে যুক্তরাষ্ট্র ইরানকে দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদে সহায়তাকারী একটি দেশ হিসেবে মনে করছে । যুক্তরাষ্ট্র মনে করে, আফগানিস্তানে ইরানের অন্য অপচেষ্টা রয়েছে । মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রোবার্ট গেটস সম্প্রতি সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে বলেছেন, ইরান আফগান সরকারকে সাহায্য করে এবং এর পাশাপাশি তালিবানদের অস্ত্র দেয় । ফলে আফগানিস্তানের হিংসাত্মক তত্পরতা অব্যাহতভাবে বেড়েছে ।

    পর্যপেক্ষকরা মনে করেন, সন্ত্রাসদমনের মিত্র বন্ধু হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান সবসময় একই মতামত পোষণ করে । সাংবাদিক সম্মেলনে বুশের কঠোরভাবে কার্জাই'র বক্তব্যের সমালোচনা সাধারণ খুবই কম দেখা যায় । এর মূল কারণ দু'টি । এক. আফগান সরকার আফগানিস্তানে মোতায়ন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর তালিবানদের আর আল কায়েদার সদস্যদের ওপর আঘাত হানায় যথেষ্ট সাহায্য দেয় না । ফলে তালিবান ও আল কায়েদার হামলা বাড়ানোর কারণে ইরাকে মার্কিন বাহিনীর অভিযানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে । মাদকদ্রব্যের উত্পাদন এবং সরকারের দুর্নীতির ওপর আঘাত হানায় আফগান সরকার কোনো প্রভাবশালী ব্যবস্থা না নেয়ার কারণে যুক্তরাষ্ট্র খুবই হতাশ হয়েছে। দুই. ইরানের পারমাণবিক সমস্যা অচলাবস্থায় পড়ার সময়ে কার্জাই ইরানের অনেক প্রশংসা করেছেন । যা বুশকে রাগিয়ে দিয়েছে ।

    (ছাও ইয়ান হুয়া)