চীনের শ্রমিক ও সামাজিক সুনিশ্চিয়তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিউ ইয়ুং ফু ৬ জুলাই পেইচিংয়ে সংশ্লিষ্ট এক সম্মেলনে বলেছেন, আগামি তিনবছরে অব্যাহতভাবে অবসর ভাতার মান উন্নত করা হবে। যাতে ব্যাপক অবসর-প্রাপ্ত ব্যক্তি সুষ্ঠুভাবে সামাজিক উন্নয়নের সাফল্য ভাগাভাগি করতে পারেন।
চীনের শ্রমিক ও সামাজিক সুনিশ্চিয়তা মন্ত্রণালয় বিভিন্ন স্থানীয় সরকারকে অবসর-প্রাপ্ত ব্যক্তিদের ড্যাটা-বেস গড়ে তোলার অনুরোধ জানিয়েছে। যাতে ঐক্যবদ্ধভাবে নীতির সুবিন্যস্ত করার মাধ্যমে আগামি কয়েক বছরের অবসর ভাতার অবস্থা অনুমান করতে সক্ষম হয়। একই সঙ্গে পর পরই তিনবছরের সমন্বয়ে অবসর ভাতার কর্মসূচী প্রণয়ন করা সম্ভব হবে।
আয় ক্ষেত্রের ব্যবধান কমিয়ে দেয়ার জন্য চীনের রাষ্ট্রীয় পরিষদ ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পর পরই তিনবছরে অবসর ভাতার মান উন্নতির সিদ্ধান্ত নিয়েছে।
|