লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ ৬ আগস্ট বৈরুতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বলেছেন, লেবাননের জনগণের কাছে অগ্রহণযোগ্য কোন ব্যক্তির কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করবেন না।
এদিন লাহুদ এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কোন একক কর্মসূচীর বিরোধীতা করেন।
তিনি আরেক বার ঘোষণা করেছেন যে, ফুয়াদ সিনিওরার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবৈধ । লেবাননের সংবিধান অনুযায়ী ক্ষমতার কেন্দ্র বিভিন্ন প্রধান দলের অংশ নেয়া উচিত। বর্তমান সরকার এই নীতি লঙ্ঘন করেছে।
প্রেসিডেন্ট লাহুদের মেয়াদ নভেম্বর মাসে শেষ হবে। সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।(পান্না)
|