৬ আগস্ট জাপানের 'মাইনিছি শিমবুন পত্রিকায়'প্রকাশিত এক জরীপ থেকে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শিনজো আবে মন্ত্রীসভা ক্ষমতাসীন হওয়ার পর এ পর্যন্ত তার সমর্থন হার প্রথমবারের মত ৩০ শতাংশেরও কম , শুধু ২২ শতাংশে দাঁড়িয়েছে । কিন্তু তার বিরোধীতার হার ৬৫ শতাংশ ।
এ জরীপ ৪ ও ৫ আগস্ট টেলিফোনের মাধ্যমে জাপানের ১০০০ জনের ওপর চালানো হয়েছে । জরীপের ফলাফল থেকে জানা যায় যে, শিনজো আবে মন্ত্রীসভার সমর্থন হার গত মাসের চেয়ে আরো ৯ শতাংশ কমে গেছে, বিরোধীতা হার ১২ শতাংশ বেড়েছে ।
জানা গেছে, জরীপের অধিকাংশ অংশগ্রহণকারীরা শিনজো আবে মন্ত্রীসভাকে বিরোধীতা করার কারণ হল শিনজো আবের নেতৃত্বের সামর্থ্য নিয়ে আশাহীনতা । এর পাশাপাশি জরীপে আরো বলা হয়েছে, জরীপে অংশগ্রহণকারী ৫৬ শতাংশ মনে করেন, জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সিনেটের নির্বাচনে ব্যর্থ হওয়ার পর শিনজো আবের পদত্যাগ করা উচিত । শুধু ৪১ শতাংশ লোক মনে করেন, তাঁর পদত্যাগের দরকার নেই ।
(ছাও ইয়ান হুয়া)
|