আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একটি প্রযুক্তি গ্রুপ ৬ আগস্ট ইরানে পৌঁছেছে। তারা ইরানের নাটান্জ পারমাণবিক স্থাপনার পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, চার জন বিশেষজ্ঞ নিয়ে এই গ্রুপটি গঠিত হয়। তারা ইরানের আণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে চার দিনব্যাপী বৈঠক করবেন এবং "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি" এর কাঠামোতে নাটান্জ পারমাণবিক স্থাপনার পরীক্ষা করার জন্য প্রণীত "কার্যক্রম পরিকল্পনা" নিয়ে আলোচনা করবেন।
এই কর্মকর্তা আরো বলেছেন, দু'পক্ষ ইরানের ইসফাহানসহ অন্যান্য পারমাণবিক স্থাপনার পরীক্ষা করা সংক্রান্ত "কার্যক্রম পরিকল্পনা"ও প্রণয়ণ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|