চীনের সামরিক বিজ্ঞান একাডেমীর অধ্যাপক চেন সুও হুয়া ৬ আগস্ট সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , শান্তিপূর্ণ দায়িত্ব-২০০৭' নামে যৌথ সামরিক মহড়া ছ'টি দেশের সামরিক সহযোগিতাকে আরো গভীরে নিয়ে যাবে ।
তিনি বলেছেন , এই মহড়ায় ভবিষ্যতে সন্ত্রাস দমন সামরিক মহড়া বিকাশের প্রবণতা প্রকাশ পেয়েছে । ফলে শাংহাই সহযোগিতা সংস্থার ছ'টি দেশের সামরিক সহযোগিতা আরো উন্নত হয়েছে । তিনি বলেন, এক দিকে এই মহড়ায় সন্ত্রাস দমনের ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকারের দৃঢ়সংকল্প ও শক্তি তুলে ধরা হয়েছে এবং তারা সন্ত্রাসী শক্তির ওপর গুরুতরভাবে আঘাত হেনেছে , অন্য দিকে বিনিময় বিশেষ করে সন্ত্রাস দমনের ক্ষেত্রে বেশ কয়েকটি অভিজ্ঞ দেশ ও সেনাবাহিনীর সঙ্গে বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের সেনাবাহিনীর সন্ত্রাস দমনের ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে । (থান ইয়াও খাং)
|