৬ আগস্ট চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, 'শান্তিপূর্ণ দায়িত্ব ২০০৭' নামক যৌথ সন্ত্রাস দমন সামরিক মহড়া কোন দেশের ওপর হুমকি নয়।
এবারের মহড়ায় চীনের উপমহাপরিচালক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক বিষয়ক উপপরিচালক মেজর জেনারেল চিয়েন লি হুয়া বলেছেন, এবারের মহড়া হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নতুন হুমকি ও চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলা করা,অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা করা, অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা, সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থীদের ওপর আঘাত হানার এক গুরুত্বপূর্ণ অভিযান। (পান্না)
|