v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-06 18:16:35    
কার্জাই এবং বুশ কি প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন ?

cri
    ৫ আগস্ট আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই যুক্তরাষ্ট্রে পৌঁছে ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে বৈঠক করেছেন । দু'দিনব্যাপী বৈঠকে দু'পক্ষ তালিবান সশস্ত্র জঙ্গীদের হামলা বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার নাগরিক অপহরণ, নিরীহ লোকদের হতাহত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া এবং আফগানিস্তানে মাদকদ্রব্যের চাষসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।

    হোয়াইট হাউসের কর্মকর্তারা এবারের বৈঠককে একটি কৌশলগত বৈঠক বলে উল্লেখ করেছেন । বুশ সরকার কার্জাই সরকারের প্রতি দৃঢ় সমর্থন পুনরায় ঘোষণা করবে । কিন্তু বিশ্লেষকরা এবং মার্কিন রাজনৈতিক সম্প্রদায়ের ব্যক্তিরা উল্লেখ করেছেন যে, আফগানিস্তানের কাছে ১০ বিলিয়ন মার্কিন ডলার দেয়া এবং আফগানিস্তানে ২০ হাজারেরও বেশি মার্কিন সৈন্যদের জীবনযাপনের ব্যয় হবন করার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস কার্জাইকে নিরাপত্তা ও মাদকদ্রব্য ক্ষেত্রে আরো কঠোর ব্যবস্থা নেয়ার জন্য চাপ দেবে ।

    ৫ আগস্ট বৈঠকে দু'পক্ষের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল তালিবান সমস্যার সমাধান এবং দক্ষিণ কোরিয় অপহৃত নাগরিকদের উদ্ধার করা ।

    কার্জাই আলোচনার মাধ্যমে তালিবান সমস্যার সমাধান করতে ইচ্ছুক । তিনি বহুবার তালিবান জঙ্গীদের সরকারের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন এবং আফগানিস্তানের উপজাতীয় সর্দারদের মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করছেন, যাতে দক্ষিণ কোরিয় নাগরিক অপহরণ সমস্যার সমাধান করা যায় । কার্জাই'র প্রচেষ্টা অনেক আফগানের সমর্থন পেয়েছে, কিন্তু মার্কিন সরকার তার বিরোধীতা করেছে । বিশেষ করে দক্ষিণ কোরিয় নাগরিক অপহরণ সমস্যা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, তালিবানদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে অপহৃতদের উদ্ধার সুনিশ্চিত করা হবে । তা ছাড়া তালিবান সশস্ত্র শক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা সম্পর্কে মার্কিন কূটনীতিক ও বিশ্লেষকগণ উল্লেখ করেছেন, কার্জাই সরকার রাজধানী কাবুল ছাড়া অন্যান্য অঞ্চলে নিজেদের সুনাম সৃষ্টি করা এবং তালিবান জঙ্গীদের প্রভাবশালী অঞ্চলে জনগণের জন্য আরো ভালো পরিসেবা ও নিরাপত্তা দেয়া উচিত । মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, দু'পক্ষ এ বিষয় নিয়ে আলোচনা করবেন ।

    আফগানিস্তানের নিরীহ লোকদের হতাহত ঘটনা হচ্ছে কার্জাই ও বুশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় । বর্তমানে আফগানিস্তানে মার্কিন বাহিনী তালিবান সশস্ত্র জঙ্গীদের ওপর আঘাত হানার পাশাপাশি অনেক নিরীহ লোকদের হতাহত সৃষ্টি করেছে । এ ঘটনা জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব জোরদার করেছে এবং কার্জাই সরকারের জনগণের মনে আস্থা ও সমর্থন লাভের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে । এ কারণে কার্জাই বহুবার নিরীহ লোকদের হতাহতের ঘটনার তীব্র সমালোচনা করেছেন এবং আফগানিস্তানে ন্যাটোয় বাহিনীর প্রতি সুনির্দিষ্টভাবে সামরিক অভিযান চালানোর দাবি জানিয়েছেন । এবারের সফরে তিনি অবশ্যই মার্কিন পক্ষের প্রতি সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সামরিক অভিযানে নিরীহ লোকদের হতাহতের ঘটনা কমানোর আহ্বান জানাবেন । কিন্তু এ সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট স্টানজেলের মতামত থেকে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়ে এ সমস্যা দেখছে না । তিনি বলেছেন, মার্কিন বাহিনী নিরীহ লোকদের হতাহতের ঘটনা কমানোর চেষ্টা করছে , বুশ তাকে সন্তোষ প্রকাশ করেছেন ।

    দু'পক্ষের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে মাদকদ্রব্যের চাষ পুনরায় বৃদ্ধি পাওয়া । মার্কিন সংবাদমাধ্যমের এক খবরে জানা গেছে, বর্তমানে বিশ্বের হেরোইন তৈরী ব্যবহৃত ৯৫ শতাংশ আফিম আফগানিস্তানে চাষ করা হচ্ছে । আফিমের চাষের পরিমাণ তালিবান সরকার উত্খাতের পর সবচেয়ে বেশি রেকর্ড সৃষ্টি করেছে । এর আগে এ সমস্যায় গুরুত্ব না দেয়ায় মার্কিন সরকার উদ্বেগ প্রকাশ করেছে ।

    কিন্তু মাদকদ্রব্যের সমস্যা সমাধানে দু'পক্ষের মধ্যে মতভেদ রয়েছে । যুক্তরাষ্ট্র বিমানে রাসায়নিক ঔষধ শ্প্রে করাসহ বিভিন্ন নির্মূল তত্পরতা এবং অন্যান্য কৃষি উদ্ভিদ চাষ করার মাধ্যমে আফিমের চাষ নির্মূল করতে চায় । কিন্তু কার্জাই তার বিরোধীতা করছেন । এ সমস্যার বিরুদ্ধে আফগানিস্তানের কৃষক ও জনগণের দৃঢ় বিরোধীতার জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন । বিশ্লেষকরা মনে করেন, এ প্রশ্নে দু'পক্ষের মতৈক্য হওয়ার সম্ভাবনা খুবই কম ।

    (ছাও ইয়ান হুয়া)