v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-06 18:00:20    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৮/৬

cri
    চীনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিক থেকে অধিকতর বিদেশী ছাত্রছাত্রীদের আকর্ষণ করছে। বর্তমানে চীনের ৫০০টিরও বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিদেশী ছাত্রছাত্রীদের ভর্তি হয়েছে। এর মধ্যে ১১৮টি বিশ্ববিদ্যালয় ছাত্রবৃত্তি দিয়েছে । আমাদের ব্যাপক শ্রোতাবন্ধুদের চীনের উচ্চ শিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য সম্প্রতি আমাদের সংবাদদাতারা বেশ কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন। ৬ আগস্ট থেকে "আমার স্বপ্ন , আমার শিক্ষা" নামে চীনের উচ্চ শিক্ষার পরিচয় সম্পর্কিত ধারাবাহিক অনুষ্ঠান প্রচারিত হবে। যাদের চীনে লেখাপড়া করার আগ্রহ আছে, তারা অবশ্যই সময়মতো অনুষ্ঠানটি শুনবেন।

    "সবুজ অলিম্পিক" হচ্ছে "পেইচিং অলিম্পিক গেমস-২০০৮" এর একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এর জন্য বর্তমানে বিদ্যমান পরিবেশ সমস্যা সমাধানের উদ্দেশ্যে পেইচিং বিভিন্ন ক্ষেত্রে প্রচেষ্টা চালাচ্ছে। মোটর গাড়িগুলোর গ্যাসের নিঃসরণ কমানো হচ্ছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ। সম্প্রতি লিথিয়াম আয়ন নিয়ে গঠিত নতুন ধরণের ব্যাটারি পেইচিংয়ের পাবলিক বাসে বসানো হয়েছে। এ ব্যাটারির প্রয়োগ পেইচিংয়ে বিদ্যুত্-চালিত পাবলিক বাস সম্প্রসারণ করার জন্য সুষ্ঠু সুযোগের সৃষ্টি করেছে। ৬ আগস্ট বিজ্ঞান বিচিত্রা আসরে এ বিষয় নিয়ে আলোচনা হবে।

    ম্যাডাম চাং মিং মিং হচ্ছে বিশ্বের কেশবিন্যাস মহলের নাম করা ব্যক্তি। তাঁর প্রতিষ্ঠিত কেশবিন্যাস কলেজ হচ্ছে চীনের কেশবিন্যাস শিক্ষার সূচনা । তিনি সংবাদদাতার সঙ্গে সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, তিনি আজীবন সৌন্দর্য অন্বেষণ করেন, সৃষ্টি করেন এবং সম্প্রচার করেন। গত শতাব্দীর ৮০'র দশকে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার প্রথম দিকে "চাং মিং মিং" এই মার্কা "ফ্যাশনের" প্রতীক হিসেবে তুলে ধরেছে। বহু চীনা নারী "চাং মিং মিং" নামে সৌন্দর্যবর্ধক দিয়ে সাজসজ্জা শুরু করেছেন। ৭ আগস্ট সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং ম্যাডাম চাং মিং মিংয়ের পরিচয় দেবেন।

    বিশ্বের যে সব দেশে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে, চীন সে সব দেশের অন্যতম। দেশ ও জনগণের স্বার্থের সংরক্ষণকারী হিসেবে চীনের সেনাবাহিনী অনিবার্যভাবে বিপর্যয়ের সময় ত্রাণ কাজ চালানোর গুরুভার কাঁধে নিয়েছে। চীনের সামাজিক ও অর্থনৈতিক বিকাশ এবং জাতীয় শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের সেনাবাহিনী এখন অধিক থেকে অধিকতর আন্তর্জাতিক ত্রাণ কাজ কাঁধে নিতে শুরু করেছে। চীনা আন্তর্জাতিক ত্রাণ দলের উত্কৃষ্ট প্রকৃতি, উন্নত সাজসরঞ্জাম ও ত্রাণের মান সাহায্য প্রাপ্ত দেশগুলোর জনগণের প্রশংসা লাভ করেছে। ৮ আগস্ট সমাজ দর্পন আসরে এ সম্পর্কে আপনাদের একটি নিবন্ধ পড়ে শোনাবেন শি চিং উ।

    চীনের ৫৫টি সংখ্যালঘু জাতি আছে। তাদের জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ। চীনে সংখ্যালঘু জাতিসমূহ সংগীত ও নৃত্যনাট্যের মাধ্যমে তাদের জীবনধারা ফুটিয়ে তোলায় পারদর্শী। গত কয়েক শো বছর ধরে তাদের শিল্পকলার ক্ষেত্রে অদ্বিতীয় বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। তাকে আদিম বৈশিষ্ট্য বলা হয়। বহু বিদেশী শ্রোতা চীনের সংখ্যালঘু জাতির শিল্পকলার আদিম বৈশিষ্ট্যের ব্যাপারে ব্যাপক কৌতূহল ব্যক্ত করেছেন। ৮ আগস্ট ওরা অনন্য অনুষ্ঠানে এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন থান ইয়াও খাং।

    এ বছর হচ্ছে উত্তর চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। গত ৬০ বছরে চীনের সবচেয়ে আগে প্র্রতিষ্ঠিত সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে অন্তঃর্মঙ্গোলিয়ার বিকাশকে এখন আকাশ ও মাটির পরিবর্তন বলা যায়। সম্প্রতি অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-পরিচালক হু চোং আমাদের সংবাদদাতার সাক্ষাত্কার দিয়েছেন। তিনি অন্তঃর্মঙ্গোলিয়ার গত ৬০ বছরের উন্নয়নের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। ৯ আগস্ট অর্থনীতির অগ্রযাত্রা আসরে শুনুন এ সম্পর্কে একটি প্রতিবেদন।

    তিব্বতের দক্ষিণ-পূর্বে অবস্থিত লিন চি অঞ্চলের পরিবেশ সৌন্দর্যপূর্ণ বলে পরিচিত। এই অঞ্চলে মেন পা ও লু পাসহ বিভিন্ন সংখ্যালঘু জাতি বসবাস করে। গত কয়েক বছর ধরে লিন চি অঞ্চলে খাদ্য শস্য উত্পাদনের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি সক্রিয়ভাবে স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশু পালন শিল্প বিকশিত হয়েছে এবং কৃষক ও পশু পালকরা অধিক থেকে অধিকতর স্বচ্ছল হয়ে উঠেছেন। ১০ আগস্ট সেই গ্রাম এই জীবন আসরে লিন চি জেলার স্ববৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশুপালন শিল্প সম্পর্কে থান ইয়াও খাং আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।