৫ আগস্ট বাংলাদেশ সরকার বর্তমান বন্যা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যায় বাংলাদেশের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। ৮০ লাখ মানুষ বন্যাক্রান্ত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, প্রায় ৬ লাখ ঘরবাড়ি আংশিক এবং প্রায় ৯০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ লাখ একর জমির ফসল সম্পূর্ণ এবং একই পরিমাণ জমির ফসল আংশিকভাবে নষ্ট হয়েছে। তিনি জাতির উদ্দেশে বন্যা দুর্গত মানুষের সাহায্যে দলমত নির্বিশেষে সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি দেশি-বিদেশি বন্ধুদের বন্যা দুর্গতদের সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, বৃটেন ও জার্মানী বাংলাদেশের দুর্গত লোকদের জন্য ২০ লাখ মার্কিন ডলার ও ২ লাখ ইউরো আর্থিক সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|