চীনের ব্যাংকিং তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির চেয়ারম্যান লিউ মিং খাং সম্প্রতি বলেছেন, চীনের ব্যাংকিং খাতকে গ্রামাঞ্চলের আর্থিক পরিসেবার কাজ আরো ভালভাবে করতে হবে।
দক্ষিণ চীনের চিয়াংশি প্রদেশে গ্রামাঞ্চলের আর্থিক পরিসেবা সংক্রান্ত সমস্যা নিয়ে গবেষণা করার সময় লিউ মিং খাং উল্লেখ করেছেন, ব্যাংকিং খাত সক্রিয়ভাবে অন্বেষণ করে ধারাবাহিকভাবে গ্রামাঞ্চলের আর্থিক পরিসেবার কাজ উন্নত করবে। তিনি জোর দিয়ে বলেছেন, চীনের ব্যাংকিং খাত ইতিবাচকভাবে ছোট ও ক্ষুদ্র আকারের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন সমর্থনকে করবে, কৃষক পরিবারের ঋণদানের পরিমাণ বাড়বে, ব্যাপক কৃষক পরিবারের জন্য সুবিধাজনক ও দ্রুত ঋণদান পরিসেবা দেবে।
কিছু দিন আগে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির "২০০৭ সালে সরকারের কৃষি ক্ষেত্র সহায়ক পূঁজি বিনিয়োগ পথনির্দেশক পুস্তক" প্রকাশ করেছে। চীন গ্রামাঞ্চলে পুঁজি বিনিয়োগের পদ্ধতি সংস্কার করবে, গ্রামাঞ্চলের বিনির্মাণের জন্য আরো বেশি ব্যাংকিং অর্থ, শিল্প প্রতিষ্ঠানের অর্থ এবং অন্যান্য সামাজিক অর্থ আকর্ষণ করবে এবং ধাপে ধাপে বহুবিধ কৃষি বিনিয়োগ ও অর্থ সংগ্রহের পদ্ধতি প্রতিষ্ঠা করবে।
(ইয়ু কুয়াং ইউয়ে)
|