ভারতের বৃহত্তম বিরোধী পার্টি --- ভারতীয় জনতা পার্টি ৫ আগস্ট বলেছে, ভারতীয় জনতা পার্টি লোকসভার স্পীকারের কাছে ভারত ও যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির নির্বাহী দলিল নিয়ে ভোটদান আয়োজনের অনুরোধ করেছে।
ভারত সরকার ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির নির্বাহী দলিল প্রকাশ করেছে। ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছে যে, এই চুক্তি ভারতের পারমাণবিক পরীক্ষা পরিকল্পনাকে সীমাবদ্ধ করেছে এবং ভারতের পররাষ্ট্র নীতির বাছাই এর ওপর বাধা সৃষ্টি করেছে। জনতা পার্টির নেতা ইয়াশওয়াট সিং ৪ আগস্ট বলেছেন, জনতা পার্টি এই চুক্তিকে গ্রহণ করতে পারে না। তারা সংসদের কাছে একটি সংযুক্ত কমিটি প্রতিষ্ঠা করে চুক্তির দলিল নিয়ে গবেষণা ও পরীক্ষা করার অনুরোধ করেছে। এই পার্টি সংযুক্ত কমিটির সংশ্লিষ্ট রিপোর্ট দাখিল করার আগে সরকারকে অস্থায়ীভাবে চুক্তি সম্পর্কিত সমস্ত কার্যক্রম বন্ধ করার অনুরোধও করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|