v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-06 13:28:44    
খেলার জগত--০৭০৮০৬

cri
ক্রিকেট

ভারতের প্রথম টেষ্টে জয়লাভ

টেন্টব্রিজের প্রথম টেস্টেই ভারত চমক দেখাল । রাহুল দ্রাবিড়ের দলটি ৭ উইকেটের ব্যবধানে হারালো ইংল্যান্ডকে। অথচ এর আগে এই টেন্টব্রিজে ইংল্যান্ডকে কখনোই কোনো টেস্টম্যাচে হারাতে পারেনি ভারত । ভারতীয়দের এ জয়ের মূল কারিগর ছিলেন্ জহির খান । এ টেস্টে ৯ উইকেট নিয়ে জহির খান পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কার । ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৯৮ এবং দ্বিতীয় ইনিংসে করে ৩৫৫ রান । জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৪৮১ রান এবং দ্বিতীয় ইনিংসে করে ৩ উইকেটে ৭৩ রান করেই কাঙ্খিত জয়ের মূখ দেখে । আগামী ৯ আগস্ট থেকে ওভালে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট । আর এ টেস্টে জিততে পারলেই সুদীর্ঘ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করতে পারবে ভারত ।।

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট

ক্রিকেটের নতুনতম সংযোজন টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩৯ দিন বাকী । আফ্রিকার জোহান্সবার্গে এই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের আনুস্ঠানিকতা শুরু হয়ে গেছে । আগামী ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার তিনটি ক্রিকেট ভেন্যু হল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, ডারবানের কিংসমিড এবং প্রিটোরিয়ার নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর । ১৩ দিনের এই ক্রিকেট উতসবে বাংলাদেশসহ ক্রিকেট দুনিয়ার সব সেরা দেশই অংশ নিচ্ছে । ১১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুঢেন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসরের পর্দা উঠবে । টুর্নামেন্টের উদ্বোধনী আর ফাইনাল ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুস্ঠত হবে ।

ফুটবল

এশিয়ান ফুটবলে এবার সবাইকে বিস্মিত করেছে যুদ্ধ বিদ্ধস্ত একটি দেশ । তার নাম ইরাক । এশিয়ান ফুটবলের সবচে' ভালো দল সৌদি আরব। সাতবার অংশ নিয়ে ছয়বারই ফাইনালে উঠেছিল দলটি । এর মধ্যে শিরোপাও জিতেছিল তিনবার । এবার এশিয়ান কাপেও দারুণ ফর্মে ছিল তারা । সেই সৌদি আরবকেই ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতল বিশ্ব রাঙ্কিংয়ের৮০ নম্বর দল ইরাক ।

এদিকে ইরাকি ফুটবলারদের সাড়ে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার উপহার হিসেবে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসনকর্তা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম । তিনি দুবাইয়ে এশিয়ান কাপজয়ী ইরাক দলের জন্য এক সংবর্ধনা অনুস্ঠানের আয়োজনও করেছিলেন ।

চীনে অলিম্পিক পূর্ব ফুটবল প্রতিযোগিতা

এদিকে অলিম্পিক পূর্ব প্রস্তুতি হিসেবে চীনা ফুটবল দল লিয়াওনিং প্রদেশের সেনইয়াং-এ অনষ্ঠিত চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় বোতসওয়ানাকে ২-১ গোলে হারিয়েছে । এর পরের খেলায় চীনা দল শক্তিশালী জাপানের সঙ্গে গোল শূন্যভাবে ড্র করেছে । এর আগে চীনা দল ডিপিআর কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় । চীনের সঙ্গে জয়লাভ সত্বেও ডিপিআর কোরিয়া পয়েন্ট তালিকার সর্বনিম্ন স্হানে রয়েছে । অপর দিকে বোতসওয়ানা ১-০ গোলে জাপানকে হারিয়ে চমক সৃস্টি করেছে ।

কমিউনিটি শীল্ড ম্যাচের উত্তেজনাপূর্ণ খেলায় ম্যানচেস্টার ইউনিটেডের গোলকিপার ফন ডার সার অবিশ্বাস্যভাবে পেনাল্টির সট ঠেকিয়ে দিয়ে জিতিয়ে দিয়েছেন তার দলকে । দলটি এ ম্যাচে টাই ব্রেকারে ৩-০ গোলে হারায় চেলসিকে । ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে খেলায় সমতা ছিল ।

ওদিকে ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহামকে ছাড়াই জিতেছে গ্যালাক্সি আমেরিকান সুপার লিগের এক প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে । এ খেলায় তারা ৬-৫ গোলে লা গ্যালাক্সিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ।

গতকাল ( শনিবার ) আমস্টারডাম টুর্নামেন্টের শেষ ম্যাচে অ্যাজাক্সের বিপক্ষে ইংলিশ লীগের জায়ান্ট দল আর্সেনাল জিতেছে অনেক কস্ট করেই । ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে রবিন ভ্যান পার্সির দেয়া একমাত্র গোলে জয়লাভ করে আর্সেনাল । টুর্নামেন্টের অপর ম্যাচে এথেলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে ল্যাজিওকে । তিন ম্যাচের পুরো ৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে অবস্হান করছে ।

বিশ্বকাপ ফুটবলের প্রাক- বাছাইপর্বে বাংলাদেশ

কলম্বো- মালে-র সাফ ফুটবলের আগেই বাংলাদেশ দল বিশ্বকাপ ফুটবলের প্রাক- বাছাইয়ে খেলবে । আগামী ৮ অক্টোবর প্রথম এবং ২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচে খেলবে তারা । হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্বতিতে এ খেলা অনুস্ঠিত হবে । ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুস্ঠিত হবে বিশ্বকাপ খেলা । এশিয়ান কনফেডারেশনের ৪৩৪ টি দেশের মধ্যে ৩৮টি দেশকে প্রাক বাছাইপর্বে খেলতে হবে । ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সর্বশেষ বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছিল ।। এদিকে ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাফ ফুটবলের চ্যাম্পিয়নশীপ ।

২০১৪ বিশ্বকাপ আয়োজন করতে চায় ব্রাজিল

২০১৪ বিশ্বকাপ আয়োজনের জন্য ব্রাজিল ফিফার প্রধান কার্যলয় জুরিখে আনুষ্ঠানিকভাবে আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছে । ব্রাজিলই একমাত্র দেশ যারা সর্ব প্রথম বিশ্বকাপ আয়োজনের অনুমতি চেয়েছে ।

এবারে টেনিস

ক'দিন আগে সানিয়া মির্জা ইসরাইলের সাহার পির-এর সংগে জুটি বেধে ব্যাংক অব ওয়েস্ট ক্ল্যাসিকের ডাবলসের শিরোপা জয় করেছেন । এর পরপরই আমেরিকার হার্ডকোর্ট ক্যালিফোর্নিয়ার অ্যাকুরা ক্ল্যাসিকের প্রথম রাউন্ডে পিরকে হারিয়েছেন সানিয়া ।

এর আগে ভারত সুন্দরী সানিয়া মির্জা ক্যারিয়ারের দ্বিতীয় একক শিরোপার সামনে দাঁড়িয়েও তা অর্জন করতে পারেন নি । স্ট্যানফোর্ডে ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিকের ফাইনালে আনা চাকভেতাজের কাছে ৩-৬ এবং ২-৬ সেটে হেরে গেছেন তৃতীয়বারের মত । আর চাকভেতাজ তার ক্যারিয়ারের ষষ্ঠ একক শিরোপাটি জিতে নিয়েছেন অনায়াসেই । হেরেছেন সানিয়া একথা সত্যি, তবে তার দুরন্ত গতির ছুটে চলা তাকে এনে দিয়েছে এক অনবদ্য সাফল্য। আর তা হলো আবারও তার নিজের ক্যারিয়ারের সেরা রাংকিং-এ উঠে পরেছেন । তার রাংকিং এখন ৩১ ।