ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আলি হুসেনি ৫ আগস্ট তেহরানে পুনরায় ঘোষণা করেছেন যে , ইরান কোন পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ।
তিনি এ দিন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন । ইরানের প্রধান পরমাণু আলোচনার প্রতিনিধি আলি লারিজানি বিদেশী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সংলাপের পরিবর্তে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তথাকথিত সাময়িকভাবে বন্ধ করার সম্ভাবনা ব্যক্ত করেছে বলে যে খবর বেরিয়েছে , তিনি তা অস্বীকার করেছেন ।
তিনি বলেছেন , ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাময়িকভাবে বন্ধ করা যুক্তিযুক্ত নয় এবং অগ্রহণীয় । তিনি আরো বলেছেন , ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে । এই পরিকল্পনার কার্যকরীকরণ পাশ্চাত্য সংবাদ মাধ্যমের রাজনৈতিক প্রভাবের দরুণ ক্ষতিগ্রস্ত হবে না । (থান ইয়াও খাং)
|