চীন সরকার বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের গুণগত মান ও খাদ্যশস্যের নিরাপত্তা সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সক্রিয়ভাবে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা করছে।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের জাতীয় গুণগত মানের তত্ত্বাবধান ও কোয়ারান্টাইন ব্যুরো যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও তার সদস্য দেশগুলোর সঙ্গে পণ্যদ্রব্যের নিরাপত্তা ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা ও বিনিময় ব্যবস্থা স্থাপন করেছে। চিন পর পর যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেনটিনা, জাপান, দক্ষিণ কোরিয়া, অন্তঃর্মঙ্গোলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ই.ইউ ও তার অনেক সদস্য দেশের সঙ্গে খাদ্যশস্যের নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।
তা ছাড়া চীনের জাতীয় গুণগত মানের তত্ত্বাবধান ও কোয়ারান্টাইন ব্যুরো সক্রিয়ভাবে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্মেলন এবং আন্তর্জাতিক মানদন্ড নির্ধারণের কাজে অংশ নিয়েছে। চীনের প্রস্তাবে সাম্প্রতিক বছরগুলোতে এপেকের খাদ্যশস্যের নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সেমিনার বহু বার অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে খাদ্যশস্যের নিরাপত্তা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|