৪ আগস্ট থেকে 'শান্তিপূর্ণ দায়িত্ব ২০০৭' নামক যৌথ সন্ত্রাস দমন সামরিক মহড়া চীনের সদর দপ্তরের পরিচালনায় রাশিয়ায় সার্বিকভাবে শুরু হয়েছে।
চীনের মহাপরিচালক জেনারেল স্যু চি লিয়াং ৪ আগস্ট বিকালে স্থল বাহিনী মোতায়েনের স্থানে প্রবেশ করার পরিস্থিতি পরীক্ষা করেছেন এবং সামরিক মহড়া চালানোর জায়গা পরিদর্শন করেছেন।
এবারের মহড়ার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সদস্য দেশগুলোর সামরিক বিশেষজ্ঞ দল ভিত্তি হিসেবে যৌথ পরিচালনার বিভাগ গঠন করা। মহড়ায় সংযুক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং কর্মসূচী যৌথভাবে পরিচালনা করা হবে।
|