বিশ্বে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়ায় এবং বিশ্বের বিভিন্ন দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে ওঠায় বিশ্বে চীনা ভাষার শিক্ষকের চাহিদা ধাপে ধাপে বাড়ছে।
উত্তরপূর্ব চীনের ছাং ছুন শহরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা বিষয়ক ষষ্ঠ "চীনা ভাষার সেতু" নামক প্রতিযোগিতার স্থানে কিছু দেশের ছাত্রছাত্রী ও শিক্ষক সংবাদদাতাদের কাছে তাঁদের দেশে চীনা ভাষার শিক্ষক চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা বলেছেন, চীনের অর্থনীতি দ্রুতভাবে উন্নত হচ্ছে। অন্যান্য দেশে চীনকে জানার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশ আরো বেশি চীনা ভাষার শিক্ষকের মাধ্যমে চীনকে আরো বেশি জানতে চায়। যাতে চীনের সঙ্গে বিনিময় জোরদার করা যায়।
|