বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা বিভাগের এক কর্মকর্তা ৪ আগস্ট বলেছেন, সম্প্রতি ঝড়-জলোচ্ছ্বাসের কারণে বন্যা দুর্গত এলাকার ৮৪জন নিহত হয়েছে। বন্যা দুর্গত এলাকার লোক সংখ্যা ৭০ লাখেরও বেশি। বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে ৩৮টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং ২৫ লাখ হেকটর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান স্থল বাহিনীর স্টাফ প্রধান ৪ আগস্ট উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চলে গিয়ে দুর্গত এলাকার পরিস্থিতি পরিদর্শন করেছেন। বর্তমানে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের কর্মীরা উদ্ধার এবং ত্রাণ তত্পরতা চালাচ্ছে।
জানা গেছে, দুর্গত এলাকার আয়তন খুব বড়। ত্রাণসামগ্রি দুর্গত এলাকার বাস্তব চাহিদা মেটাতে পারছে না।
|