বৃটেনে গবাদী পশুর মুখ ও পায়ের সংক্রামক রোগ বিস্তারের পর, ৪ আগস্ট ই.ইউ.'র কমিটি ব্রাসেলসে ঘোষণা করেছে যে, লন্ডনের সারি অঙ্গরাজ্যের একটি খামারে গবাদী পশুর মুখ ও পায়ের সংক্রামক রোগ বিস্তারের কারণে ই.ইউ. বৃটেনের মাংসজাত পণ্যদ্রব্য রপ্তানীতে বাধা দেয়ার ব্যবস্থা নেবে ।
ই.ইউ.'র কমিটি বলেছে, এ রোগ প্রতিরোধক জরুরী ব্যবস্থা ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে । ই.ইউ. বৃটেনের গরু, ছাগল ও শুকরসহ বিভিন্ন গবাদী পশুর সংশ্লিস্ট পণ্যদ্রব্যের রপ্তানীতে নিষেধাজ্ঞা আরোপ করবে ।
৪ আগস্ট ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় ঘোষণা করেছে, ফ্রান্স গত ১০ দিনের মধ্যে বৃটেন থেকে আমদানী করা সকল গরু, শুকর ও ছাগলের মাংসজাত পণ্যদ্রব্যের হিসাব করাসহ ধারাবাহিক ব্যবস্থা নিয়ে এ রোগ ফ্রান্সে প্রবেশ করা প্রতিরোধ করবে ।
একইদিন ক্যানাডা ও জাপান পৃথক পৃথকভাবে বৃটেনের মাংসজাত পণ্যদ্রব্যের আমদানী বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার কথা ঘোষণা করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|