আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোঃ জাহির আজিমি ৪ আগষ্ট এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , তালিবানদের মোকাবেলার জন্য গজনি প্রদেশেআফগান সরকারের যথেষ্ট সৈন্য আছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আদেশ ছাড়া দক্ষিণ কোরিয়ার পনবন্দীদের বাঁচানোর জন্য আফগান বাহিনী সামরিক কর্মসূচী নেবে না ।
আজিমি আরো বলেছেন , তালিবানরা জানিয়েছে ,তারা গজনী ছাড়া অন্য কোনো নিরাপদ স্থানে দক্ষিণ কোরিয় সরকারের প্রতিনিধির সঙ্গে পনবনদী সমস্যা নিয়ে বৈঠক করতে রাজী আছে ।
তালিবান সশস্ত্র শক্তির মুখপাত্র ইউসুফ আহমাদি ২ আগষ্ট বলেছেন , তালিবান দক্ষিণ কোরিয় সরকারের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছে , তবে আলোচনার স্থান সম্পর্কে এখনও মতৈক্য হয় নি ।
উল্লেখ্য ১৯জুলাই তালিবানরা সশস্ত্র ব্যক্তিরা গজনি প্রদেশের একটি মহাসড়কে দক্ষিণ কোরিয়ার ২৩জন ব্যক্তি অপহরণ করেছে । তাদের মধ্যে দুজন মারা গেছে , বাকী ২১জন এখনও তালিবানদের হাতে বন্দিরয়েছে ।
|