আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ জাহির আজিমি ৩ আগস্ট বলেছেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী ২ আগস্ট সন্ধ্যায় দক্ষিণ আফগানিস্তানের হেলম্যান্ড প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে বহু তালিবান যোদ্ধা নিহত হয়েছে।
আজিমি বলেছেন, তালিবান যোদ্ধারা ২ আগস্ট উত্তর হেলম্যান্ড প্রদেশের বাগলানে চার সরকারী কর্মচারীকে প্রকাশ্যে হত্যার প্রস্তুতি নেয়। এর জন্য আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী বিমান হামলা চালায়। এ পর্যন্ত আফগান সরকারী বাহিনী বহু যোদ্ধার মরদেহ খুঁজে বের করেছে। এর মধ্যে তালিবান কিছু উচ্চ সামরিক কর্মকর্তা রয়েছে। তাছাড়া হতাহত নিরীহ নাগরিকদের সংখ্যা নিয়ে তদন্ত চলছে। (পান্না)
|