মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক চেয়ারম্যান টম লানটোস ৩ আগস্ট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত গত মাসে বেসরকারী পারমাণবিক শক্তি সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি কার্যকর করার আগে কংগ্রেস বিভিন্ন ধারাকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত নতুন স্বাক্ষরিত বেসরকারী পারমাণবিক শক্তি সহযোগিতার চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সঙ্গে সংগতিপূর্ণ। যাতে পারমাণবিক অস্ত্রের বিস্তার বোধের লক্ষ্য হাসিল করা যায়।
এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও যুক্তরাষ্ট্রের বেসরকারী পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির টেক্সট প্রকাশ করেছে। চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে পারমাণবিক জ্বালানি অব্যাহতভাবে দেয়া নিশ্চিত করেছে। তাছাড়া এই চুক্তিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, ভারতের সামরিক ক্ষেত্রে পারমাণবিক শক্তির পরিকল্পনা উন্নয়নে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না।(পান্না)
|