সম্প্রতি চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগের একজন দায়িত্বশীল ব্যক্তি পার্টির সতেরতম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের বলেছেন , চীনের কমিউনিষ্ট পার্টির সতেরতম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনে বিভিন্ন স্তরের পার্টি সংগঠন মানদন্ড অনুসারে অগ্রনী ব্যক্তি বেছে নেয়ার সঙ্গে সঙ্গে প্রতিনিধির ব্যাপকতার উপর নজর রেখেছে । যাতে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন মহলের প্রতিনিধিত্ব করতে পারেন ।
এই দায়িত্বশীল ব্যক্তি আরো বলেছেন , পার্টির সতেরতম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি চীনের কমিউনিষ্ট পার্টির সাত কোটি সদস্যের মধ্যে অগ্রনী ব্যক্তি । আগের জাতীয় কংগ্রেসের তুলনায় সতেরতম জাতীয় কংগ্রেসে প্রাথমিক স্তরের প্রতিনিধির সংখ্যা বেড়েছে । তারা প্রাথমিক স্তরের পার্টি সদস্যদের মতামত ও প্রস্তাব সংগ্রহ ও ব্যক্ত করেন । প্রতিনিধিদের মধ্যে রয়েছে অর্থনীতি , বিজ্ঞান ও প্রযুক্তি , দেশরক্ষা , শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন মহলের পার্টি সদস্য। শ্রমিক , কৃষক , সৈনিক , প্রযুক্তিবিদ , সরকারী সংস্থার ক্যাডার এবং নতুন অর্থনৈতিক সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে নারী প্রতিনিধি , সংখ্যালঘু জাতির প্রতিনিধি এবং যুব ও মধ্যবয়সী প্রতিনিধির অনুপাত আগের চেয়ে বেড়েছে ।
|