রাষ্ট্রীয় পরিষদের পশ্চিম চীন উন্নয়ন বিষয়ক নেতৃগ্রুপ কার্যালয়ের এক খবরে জানা গেছে , পশ্চিম চীনের উন্নয়ন তরান্বিত করার জন্য এ বছর চীনের পশ্চিম অঞ্চলে আরো দশটি বড় প্রকল্পের নির্মান কাজ শুরু হবে । এ দশটি প্রকল্পে মোট ১৫১.৬ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে ।
এ দশটি বড় প্রকল্পের মধ্যে রয়েছে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে রেলপথ নির্মান ও পুনর্নিমান , সড়কপথ ও বিমানবন্দর নির্মান , জলবিদ্যুত কেন্দ্র প্রতিষ্ঠা , তেল উত্পাদন , কয়লা খনি উদ্ধার ও শিক্ষা ও স্বাস্থ্যরক্ষাসহ সমাজকল্যানমূলক প্রকল্প ।
২০০০ সাল থেকে চীনের অপেক্ষাকৃত পশ্চাত্পদ পশ্চিম অঞ্চলে উন্নয়ন তরান্বিত করার জন্য কেন্দ্রীয় সরকার অর্থবরাদ্দ বাড়িয়েছে । গত বছর পর্যন্ত পশ্চিমাঞ্চলের অবকাঠামো নির্মাণে কেন্দ্রীয় সরকারের অর্থবরাদ্দ দাঁড়িয়েছিল এক ট্রিলিয়ন ইউয়ান ।
|