আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশনার সাইদ জিন্নিত ২ আগষ্ট ইথিওপিয়ার রাজধানী আদ্দিসআবাবায় বলেছেন, অনেক আফ্রিকান দেশ দারফুরের যৌথ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছে। সুইডেন, নরওয়ে ও ডেনমার্কসহ উত্তর ইউরোপীয় দেশগুলো এদিন দারফুরে শান্তিরক্ষী অভিযানে অংশ নেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে।
জিন্নিত এদিন আফ্রিকান ইউনিয়নের স্থায়ী প্রতিনিধিদের সম্মেলনে বলেছেন, এ পর্যন্ত ক্যামেরুন, রুয়ান্ডা, নাইজেরিয়া, মিশর, ইথিওপিয়া, মারিয়ানা ও বার্কিনাফাসোসহ অনেক আফ্রিকান দেশ দারফুরে যৌথ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে ইচ্ছুক।
সম্মেলনে অংশগ্রহণকারী সুদানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুতরিফ সাদিগ আরো বেশী আফ্রিকান দেশকে যৌথ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সুদান সরকার আশা করে, এই যৌথ শান্তিরক্ষী বাহিনী প্রধানত আফ্রিকান দেশগুলো নিয়ে গঠিত হবে।
এদিন দক্ষিণ আফ্রিকার উপর-পররাষ্ট্রমন্ত্রী আজিজ পাহাদ দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা দারফুর অঞ্চলে শান্তিরক্ষী বাহিনীর সৈন্যর সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে।
এদিন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিলট এবং নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সুইডেন এবং নরওয়ে মিলিতভাবে দারফুর যৌথ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়ার জন্যে প্রকৌশলীদের নিয়ে গঠিত একটি দল পাঠাবে।
ডেনমার্ক এদিন যৌথ শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে। (লিলি)
|