হোনান শ্যান জেলার চিচিয়ান নামের কয়লা খনিতে পানির আকস্মিক নির্গমনের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৬৯ জন খনি-শ্রমিকের মধ্যে ৬৭ জন পুরোপুরিভাবে সুস্থ হয়েছেন। তারা ৩ আগষ্ট হাসপাতাল ত্যাগ করেছেন। অন্য দু'জন খনি-শ্রমিককে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে।
২৯ জুলাই হোনান শ্যান জেলায় প্রবল ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় চেচিয়ান নামের কয়লা খনির অলিগলি প্লাবিত হয়েছিল এবং ৬৯ জন খনির ভেতর আটকা পড়েছিলেন। দুর্ঘটনার পর পরই চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বিজ্ঞানসম্মতভাবে তাদের উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন। পয়লা আগষ্ট দুপুরে খনির ভেতর আটকা পড়া ৬৯ জন ৭০ ঘন্টা পর মুক্তি পান। (লিলি)
|