 ২রা আগস্ট পর্যন্ত ১২ লাখ দর্শক পেইচিংয়ে অনুষ্ঠিত নয়া চীন প্রতিষ্ঠার পর প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রদর্শনীটি দেখেছেন।
১৬ জুলাই চীনের গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনী শুরু হয়েছে। এতে চীনা গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার প্রক্রিয়া ও উন্নয়ন অবস্থার বিভিন্ন তথ্য রয়েছে।

অনেক দর্শক প্রদর্শনী দেখার পর নিজের অনুভূতি মান্তব্য খাতায় লিখেছেন। একজন সৈনিক লিখেছেন, সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু চীনা সৈনিকদের দায়িত্ব পরিবর্তন হবে না। অস্ত্র-যন্ত্রপাতি পরিবর্তন হচ্ছে, কিন্তু দেশকে সুরক্ষার লক্ষ্য পরিবর্তন হবে না। অনেকেই এই ইচ্ছা প্রকাশ করেছে যে, এই প্রদর্শনী যেন অন্য শহরেও আয়োজন করা হয়। জানা গেছে, ২রা আগস্ট রাতে পর্যন্ত ২০ হাজারের বেশি লোক স্মরক খাতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। (ইয়াং ওয়েই মিং)
|