বর্তমানে চীনের বিভিন্ন শহরের ট্র্যাক নির্ভর পরিবহণের পরিমাণ বৃটেনের লন্ডন শহরের প্রায় কাছাকাছি। চীনের উপ-গণ-পূর্তমন্ত্রী ছিউ পাওশিং ২ আগষ্ট বলেছেন, চীন ট্র্যাক নির্ভর পরিবহণের উন্নয়নকে আরো গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখছে। ট্র্যাক নির্ভর পরিহণের উন্নয়ন সোনালী যুগে রয়েছে।
ছিউ পাওশিং পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের শহরায়ন ও পরিবহণের উন্নয়ন সম্পর্কিত এক আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে বলেছেন, পেইচিং, শাংহাই, থিয়েনচিন ও কুয়াংচৌসহ ১০টি শহরে ট্র্যাক নির্ভর পরিবহণ তৈরী এবং চালু হয়েছে। চালু হওয়া ট্র্যাক নির্ভর পথের দৈর্ঘ্য ৬০০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। ২০১০ সাল পর্যন্ত চালু হওয়া ট্র্যাক নির্ভর পরিবহণের মোট দৈর্ঘ্য ১৫০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে এবং মোট পুঁজি বিনিয়োগ ৫০০ বিলিয়ন ইউয়ন রেনমিনপি ছাড়িয়ে যাবে।
ট্র্যাক নির্ভর পরিবহণের মধ্যে পাতাল রেল, হালকা রেলপথ, ট্রাম এবং শহরের উপকন্ঠের রেল রয়েছে। সাধারণ পরিস্থিতিতে ট্র্যাক নির্ভর পরিবহণের যাত্রীবাহী ক্ষমতা বাসের তুলনায় ২.৫ থেকে ১৪ গুণ বেশী। (লিলি)
|