৩ আগষ্ট পাকিস্তানের তথ্যমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তান সরকার মনে করে, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বেসামরিক পরমাণু শক্তি ক্ষেত্রে সম্পাদিত সহযোগিতা চুক্তি দক্ষিণ এশীয় অঞ্চলের স্থিতিশীলতার উপর হুমকি সৃষ্টি করবে।
২ আগষ্ট প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় পরিচালনা কমিটিতে পাকিস্তানের পরমাণু শক্তির পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র ও ভারতের পরমাণু চুক্তিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ভারতের পরমাণু চুক্তি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ, এই চুক্তি অনুসারে ভারত তত্ত্বাবধান না করা পরমাণু রি-এক্টর ব্যবহার করে প্রচুর পরমাণু ফিউশনের উপাত্ত ও পরমাণু অস্ত্র তৈরী করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভারত এবং পাকিস্তান উভয়ই পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তির সদস্য দেশ নয়। যুক্তরাষ্ট্র এ দুটি দেশের প্রতি সমান দৃষ্টিভঙ্গী পোষণ করলে দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা এবং বিশ্বের পরমাণু অস্ত্রের অবিস্তারের লক্ষ্যবস্তু আরো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে। (লিলি)
|