চীনের সংখ্যালঘু জাতিগুলোর পণ্য মেলা--২০০৭ ২ আগষ্ট অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হুহহট শহরে শুরু হয়েছে।
খবরে জানা গেছে, পণ্য মেলার সময় চীনের সংখ্যালঘু জাতিগুলোর আন্তর্জাতিক প্রদর্শনী, স্বতন্ত্র ও সৃজনশীল এবং সংখ্যালঘু জাতির ব্রান্ড উন্নয়নের কৌশল সম্পর্কিত শীর্ষ ফোরাম, দুগ্ধজাত শিল্পের উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম এবং সংশ্লিষ্ট পুঁজি বিনিয়োগ ও বাণ্যিজিক আলোচনা সভা আয়োজিত হবে। এ পর্যন্ত চীন, রাশিয়া, মঙ্গোলিয়া, জাপান, বৃটেন ও ইতালিসহ বিভিন্ন দেশের প্রায় ১০০টি প্রতিনিধি দলের ১৫০০টি শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
এ বছর হচ্ছে অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী। এ পণ্য মেলা--২০০৭ হচ্ছে অন্তর্মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী উদযাপনের একটি গুরুত্বপূর্ণ তত্পরতা। পণ্য মেলায় চীনের বিভিন্ন জাতির ব্রান্ডের দ্রব্য ও বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দ্রব্য প্রদর্শিত হচ্ছে। এতে চীনের সংখ্যালঘু জাতির অর্থনৈতিক উন্নয়নের মান এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ফলাফল প্রতিফলিত হয়েছে। (লিলি)
|